Image description

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় শিবিরের নেতাকর্মীরা ‘বাঁশের লাঠি তৈরি করো, গোপালগঞ্জ স্বাধীন করো’, ‘লীগ ধর জেলে ভর’, ‘ ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ নারায়ে তাকবির, আল্লাহু আকবার’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, আমরা হাসবো না কাঁদবো সেটা ভেবে পাই না। আমরা যে রক্ত দিয়ে অন্তবর্তী সরকারকে বসিয়েছি তারা বসে বসে আঙ্গুল চুষে। এই সরকার বিভিন্ন সময়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, আমরা ভেবেছিলাম আগষ্টের পর নতুন বাংলাদেশে ডাকসু পাবো কিন্তু এখন নাটক দেখতেছি।

ফরহাদ বলেন, গোপালগঞ্জে হামলা হলো, এখানেও অন্তবর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দেন। এই দেশে হাজারো ছাত্র রয়েছে যারা এই সরকার চালাতে সক্ষম। গোপালগঞ্জে হামলাকারী সন্ত্রাসীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে না হলে আমরা ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।

সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, আমাদের প্রত্যাশা ছিলো গত ১৬ বছরে যে সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে তাদেরকে সমূলে উৎপাটন করা হবে। কিন্তু আমরা দেখেছি এই খুনি হাসিনার দোসরদের গোপালগঞ্জে আশ্রয় দেয়া হয়েছে। আজকে এই গোপালিরা অন্তবর্তী সরকারের ঘাড়ে ভর করেছে। তারা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। তারা আমাদের যৌক্তিক আন্দোলনকে মব বলে।

তিনি বলেন, শহীদ আবু সাঈদের বাংলায় এই খুনি হাসিনার দোসরদের জায়গা হবে না। আপনারা দায়িত্ব পালন করতে না পারলে ছেড়ে দেন। নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন।

এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল, ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।