Image description

আদালতের কাঠগড়ায় নিজের গলায় ব্লেড দিয়ে কাটার চেষ্টা করেছেন বাদল হোসেন মুন্না নামের এক আসামি। গতকাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ এমন ঘটনা ঘটে। তাৎক্ষণিক মুন্নাকে আহত অবস্থায় আদালতের পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পুলিশ সদস্যরা।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সালাউদ্দিন বলেন, তার শ্বাসনালি কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারি হাসপাতালে পাঠানো হয়। 

সংশ্লিষ্ট আদালতে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল বলেন, আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে ছিল। তাকে অসুস্থ দেখাচ্ছিল। তার কাছে নাম জানতে চায়। কিন্তু সে নাম বলে নাই। একপর্যায়ে আমাদের সামনে থেকে একটু দূরে চলে যায়। পরে দেখি তার গলা দিয়ে রক্ত পড়ছে। সে পড়ে যাচ্ছিল। দ্রুত গিয়ে তাকে ধরে ফেলি। নিচে শেভ করা রেজারের ব্লেড দেখতে পাই। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুন্নার বাবা আব্দুল আলী অভিযোগ করে বলেন, আমার ছেলের বিরুদ্ধে ওর শ্বশুর মিথ্যা নারী নির্যাতনের মামলা দিয়েছেন। সাত মাস ধরে আমার ছেলে জেলে। জামিন পাচ্ছে না। আজ সে আত্মহত্যার চেষ্টা করেছে। 

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় অফিসার ইনচার্জ (ওসি) রিপন বলেন, আসামি হঠাৎ করে তার নিজের গলায় ব্লেড চালায়।  সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।