
নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ বলেছেন, আমরা ২৪ এর ৫ আগস্টের পর কোন সরকারি কর্মকর্তার অফিসে গিয়ে কারো দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করিনি। কিন্তু আমরা দেখেছি, সমন্বয়কের নামে এনসিপির বাচ্চা বাচ্চা পোলাপান ডিসি-এসপির অফিসে পায়ের ওপর পা দিয়ে বসে থাকতে। যা হয়েছে, আমরা সহ্য করেছি, সহ্যের সীমা ছাড়িয়ে গেছেন আপনারা। আজকের(১৫ জুলাই) পর থেকে কোন সরকারি প্রতিষ্ঠানে আপনাদের যদি দেখি, কোন ডিসির অফিসে, এসপির অফিসে, থানায় গিয়ে দালালি করছেন, সালিশ করে চাঁদাবাজি করছেন, তাৎক্ষণিক ওইখান থেকে টেনে-হিছড়ে এনে প্রশাসনের কাছে দিবনা, পুলিশে দিবনা, নিজেরাই বিচার করবো।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালী জেলা শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা জামে মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রতিবাদ সমাবেশে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় টিম প্রধান ওয়াহিদুর রহমান বানী এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন দেশে ধারাবাহিকভাবে মব সৃষ্টির মাধ্যমে মানুষ হত্যা করছে। সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে গড়ে তোলা হচ্ছে ভয়ংকর মব বাহিনী। ৭১ এর পরাজিত শক্তিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনকে পিছিয়ে নিতে নানা ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে স্বেচ্ছাসেবকদল মাঠে প্রস্তুত রয়েছে বলে জানান বক্তারা।
সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এছাড়াও জামাত-শিবির ও এনসিপির দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।