
কক্সবাজার সদর উপজেলা ভারুয়াখালী ইউনিয়নে মসজিদের জমি দখলকে কেন্দ্র করে নিহত আবদুর রহিম হত্যার সঙ্গে জামায়াত কে জড়িয়ে কিছু সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কক্সবাজার জেলা জামায়াত।
মঙ্গলবার কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম এ নিন্দা ও প্রতিবাদ জানান।
এতে তিনি বলেন, ১৩ জুলাই ভারুয়াখালীতে সংঘটিত ঘটনাটি মসজিদের জমি দখল কে কেন্দ্র করে এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘটিত ঘটনার সাথে জামায়াতে ইসলামীর সাথে দূরতম সম্পর্ক নেই।
প্রকৃত ঘটনা কে আড়াল করে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে জামায়াত কে জড়িয়ে সংবাদ প্রকাশ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা এধরণের উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমি আবদুর রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। রাজনৈতিক দোষারোপ না করে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান করছি।