Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দুর্নীতিবাজদের হাত থেকে জনগণকে মুক্ত করতে গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও জাতীয় নাগরিক পার্টি সবসময় রাজপথে আছে, রাজপথে থাকবে। আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি। এসব জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ; কিন্তু গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে রয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে শনিবার রাত ১০টার দিকে এনসিপি নেতারা শহরের সাঈদী ফাউন্ডেশনে চিরনিদ্রায় শায়িত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত করেন।

নাহিদ ইসলাম বলেন, অনেকে ভেবেছিল দুই থেকে তিনটি আসন ও ক্ষমতার ভাগ-বাটোয়ারার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে ছিনিয়ে নেবে; কিন্তু যারা বিপ্লবের শক্তি, তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়নি।

তিনি বলেন, পিরোজপুরের হিন্দু মুসলমান খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের নির্বিশেষে সব মানুষদের বলতে চাই, বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনসহ দুর্নীতি ও শোষণমুক্ত দেশ গঠনে কাজ করতে চাই।

এ সময় অন্যান্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ফয়সাল মাহমুদ শান্ত, জেলা যুগ্ম সমন্বয়কারী নাজমুল ইসলাম সোহাগ ও মাহাবুবুল আলম নাঈমসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

পিরোজপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান পথসভায় সভাপতিত্ব করেন।

এর আগে শনিবার রাত ১০টার দিকে এনসিপি নেতারা শহরের সাঈদী ফাউন্ডেশনে চিরনিদ্রায় শায়িত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত করেন।

দুপুর ১২টায় দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় মিলিত হয়। পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস, সদর হাসপাতাল গেট, মহিলা কলেজ, সাধনা ব্রিজ ও পিরোজপুর মূল শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে পথসভায় অংশ নেয়।