Image description

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির এক নেতা ও প্রবাসীর স্ত্রীকে সারারাত গাছে বেঁধে রাখে এলাকাবাসী। অতঃপর তাদের বিয়ে দিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল-মামুন। তিনি জানান, এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে দৌলতপুর উপজেলার ধামশ্বর এলাকার চর দেশগ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর ঘর থেকে গভীর রাতে স্থানীয়দের হাতে আটক হন ওই নেতা। তার নাম মো: সিরাজুল ইসলাম মুনজেল (৪৫)। তিনি উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক। প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী ও সিরাজুল ইসলাম মনজেলও ২ সন্তানের জনক।

এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বেশ কিছু ছবি ও রম্য-ব্যাঙ্গাত্নক পোস্টে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, উপজেলার চর দেশগ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে সিরাজুল ইসলাম মনজেলের অবৈধ সম্পর্ক ছিলো। এই বিষয় নিয়ে গ্রামবাসীর দীর্ঘদিনের চাঞ্চল্য ও কানাঘুষা চলছিল। গতরাতে মনজেলক গ্রামের কয়েকজন লোক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করতে দেখেন। তার কিছুক্ষণ পরে স্থানীয়রা হাতে-নাতে আটক করে এবং শনিবার ভোররাত পর্যন্ত গাছের সাথে বেঁধে রাখে।

ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ২টার দিকে এলাকাবাসী তাদের আটক করে গাছে বেঁধে রাখেন। তারা দুজনেই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। ওই নারীর প্রবাসী স্বামী এখন তাকে নিয়ে সংসার করবে না বলে জানিয়েছেন। দল থেকে মনজেলকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশে বসে রাত ৮টার দিকে উভয় পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে প্রবাসীর স্ত্রী ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

ধামশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবাসী ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আর সংসার করতে চান না বলে ফোনে কল করে জানিয়েছেন। এই ঘটনায় দুই পক্ষের পরিবারের সদস্যদের সম্মতিক্রমে তাদের বিয়ে করানো হয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল-মামুন বলেন, এই বিষয়টি

শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমাণ্যরা এই বিষয়ে মীমাংসা করেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ করেননি কেউ।

শনিবার রাতে উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত দলীয় প্যাডে মো: সিরাজুল ইসলাম মুনজেলকে ধামশ্বর ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক পদ থেকে আজীবন বহিষ্কার করেছে।