Image description

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগ সরকারের গত ষোলো বছরের শাসনকাল নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেন, “আমরা যারা বাকশাল দেখি নাই, বাবাদের কাছে শুনেছিলাম, তাদের জন্য এই ষোলো বছর ছিলো একটা ভালো প্রেজেন্টেশন।”

তার ভাষ্য অনুযায়ী, বিশেষ করে জুলাই মাসে আওয়ামী লীগ যেসব কাজ করেছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে— এই দলটি শেখ পরিবার কর্তৃক পরিচালিত অবস্থায় কতটা ভয়ংকর, অমানবিক ও দেশবিরোধী হয়ে উঠতে পারে।

ফারুকী আরও বলেন, স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং ১৯৭৫ সালের ঘটনার পর আমরা এবং পরবর্তী প্রজন্ম ১৯৭২ থেকে ১৯৭৫ সময়কালকে কিছুটা উপেক্ষা করেই এসেছি। কিন্তু শেখ হাসিনা প্রমাণ করেছেন যে, ওই সময়টিকে উপেক্ষা করা আমাদের বড় ভুল ছিল।

 

 

 

 

 

তিনি জানান, খুব শিগগিরই ‘চিফ অ্যাডভাইজার’ পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করা হবে। ভিডিওটি ‘জুলাই যোদ্ধাদের’ সাহসিকতা ও প্রতিরোধ সংগ্রাম নিয়ে নির্মিত একটি সিরিজের অংশ। সিরিজের প্রথম ভিডিওতে উঠে এসেছিল পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো নারায়ণগঞ্জের মাহবুবের গল্প। আজ প্রকাশিত হচ্ছে দ্বিতীয় ভিডিও, যেখানে একজন সাহসী যোদ্ধার প্রতিরোধ ও আওয়ামী লীগের কর্মীদের অমানবিক নির্যাতনের চিত্র তুলে ধরা হবে।