
জুলাই আন্দোলনে খুনের নির্দেশদাতা শেখ হাসিনার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে জুলাই সনদ তৈরির দাবিও জানান তারা।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত এক পথ সভায় এ সব কথা বলেন তারা। ‘ইনকিলাব, ইনকিলাব’- শ্লোগানে মুখরিত এ পথ সভায় সভাপতিত্ব করেন এনসিপির বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
গাজী সোহেল আরমানের সঞ্চালনায় প্রধান বক্তা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘৫ আগস্টের পর থেকে একটি দল এনসিপিকে প্রশ্নবিদ্ধ করছে। ঐ দলটি সংস্কার চায় না।’
নির্বাচনের আগে খুনি হাসিনাসহ তার দোসরদের বিচার ও সংস্কারের দাবি জানান তিনি।
দ্রত সংস্কার না হলে ছাত্র-জনতা আবারও রাস্তায় নামবে- এমন হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যারা আওয়ামী লীগের পুলিশ ছিলেন, যারা ছাত্র-জনতার বিপক্ষে দাঁড়িয়ে নির্বিচারে হত্যা করেছেন, তাদেরও জুলাই হত্যার দায় নিতে হবে।’
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা সংস্কার ও বিচার নির্বাচনের পর করবে। এমন ধোঁকাবজি অতিতে অনেক হয়েছে। নির্বাচনের পর তারা এ সব কাজ করবে তা মানুষ বিশ্বাস করবে না।’
সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা আগামীকাল শুক্রবার যশোরের অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।