Image description

কিছুক্ষণ আগে বিবিসি ৩৫ মিনিটের একটা ডকুমেন্টারি পাবলিশ করেছে। The Battle for Bangladesh: Fall of Sheikh Hasina এই শিরোনামে। এটা দেখে আমার শরীর কাঁপছে এখনো। এটা দেখে কেউ চোখের পানি আটকাতে পারবেনা। কত ভয়াবহ যুদ্ধ আর কত মানুষের তাজা প্রাণের বিনিময়ে আজকের এই বাংলাদেশ! 


১. শেখ হাসিনা সরাসরি গুলি করার যে নির্দেশনা দিয়েছে সেটা বিবিসি বারবার প্রচার করেছে এবং বিবিসি ইন্ডেপেন্ডেন্টলি ভেরিফাই করে নিশ্চিত হয়েছে যে সেটা শেখ হাসিনার ভয়েস ছিল, এতে কোন সন্দেহ নেই।


২. বিবিসি অধিকাংশ ক্ষেত্রে নিজেদের ধারণ করা ভিডিও প্রচার করেছে, এর প্রত্যেকটাই এই খুনি হাসিনার বিরুদ্ধে অকাট্য প্রমাণ হয়ে থাকল।


৩. বিবিসির এই ডকুমেন্টারিতে মূলত যাত্রাবাড়ির ঘটনাকে ফোকাস করা হয়েছে। পয়েন্ট টু পয়েন্ট ইনভেস্টিগেট করেছে বিবিসি। সেদিন এই হত্যাকান্ডের দায় সেনাবাহিনীও এড়াতে পারেনা। মূলত সেনাবাহিনী সেখান থেকে সরে যাওয়ার পরেই পুলিশ নির্বিচারে গুলি করতে থাকে।


৪. যাত্রাবাড়ি থানার ওসি সরাসরি ডিবি হারুনের নির্দেশ পালন করতো। ডিবি হারুণকে যারা বিদেশে যেতে দিয়েছে, যারা দেশে থাকার পরেও তাকে গ্রেফতার করতে পারেনি, এই মৃত মানুষগুলোর রক্তের দায় এদের হাতেও আছে।


৫. বিবিসির এই ডকুমেন্টারি শেখ হাসিনাকে সবকিছুর জন্য দায়ী করেই শেষ করেছে। শেখ হাসিনার সেই ভয়েস বারবার প্রচার করেছে। পশ্চিমের কোন শাসক আর এই শেখ হাসিনার সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেনা।


এবার আসি ডকুমেন্টারি নিয়ে। ইরানের বিপ্লব নিয়ে এখনো বিবিসির ডকুমেন্টারি-ই সবচেয়ে বড় এভিডেন্স। এমনকি বিবিসির মত ডকুমেন্টারি ইরানও বানাতে পারেনি। এখন বাংলাদেশ নিয়ে এই ডকুমেন্টারি দেখেই গুসবাম্প হবে, মনে হবে কোন যুদ্ধের সিনেমা দেখছি। অথচ রিয়েল ভিডিও, সাথে কেবল বিজিএম এড করা। 
জুলাই নিয়ে আমাদের যতগুলো ভিডিও দেখি সবগুলোতে পিছনে গান এড করে দেয়া, অথবা ফেসবুক থেকে নামানো ভিডিও। অরিজিনালিটি থাকেনা, বিজিএম আবার সঠিকভাবে চুজ করা হয়না। আবার কিছু কিছু ভিডিওতে বিজিএমের সাউন্ড এত বেশি থাকে, র ফীল টা থাকেনা।


জুলাই নিয়ে অন্তত দুই পর্বের (৫ ঘন্টার) একটা ডকুমেন্টারি ফিল্ম বানানো দরকার। একদম বিবিসির মত। এটা কেউ বানাতে পারলে শত কোটি আয় করতে পারবে। লিখে রাখেন। প্রতিটি হলে চলবে, আজীবন চলবে। ইউটিউবে চলবে, ওটিটিতে চলবে। শুধু বিবিসির মত এমন একটা ডকুমেন্টারি ফিল্ম বানান। সেই কোয়ালিটি এনশিউর করা লাগবে।


তবে আমার ধারণ এই আন্দোলন নিয়ে বিবিসি আরো দীর্ঘ ডকুমেন্টারি নিয়ে আসবে। যাদের কারণে এত রক্ত ঝরলো এদের বংশধর কারো এদেশের মাটিতে আর ঠাই না হোক।

শেখ ফরিদ