
বিএনপি ও আওয়ামী লীগ একই গাছের দুই ডাল, দুই ফল। দল দুইটি মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নাটোর শহরের মাদরাসা মোড়ে সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আয়োজিত এক গণ সমাবেশে এ কথা বলেন তিনি।
ফয়জুল করীম বলেন, ১৯৯৬ সালে বিএনপি একা একা নির্বাচন করেছিল। বিএনপি থেকেই আওয়ামী লীগ একক নির্বাচন করা শিখেছে। তারা একে অপরের কাছ থেকে একক নির্বাচন করা শিখেছে। দল দুইটি একই গাছের দুই ডাল ও মুদ্রার এপিঠ-ওপিঠ।
এ সময় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ নুরুন নাবী, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিরাজসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।