Image description

মৌলভীবাজারে ছাত্র আন্দোলনে হামলাকারী স্বেচ্ছাসেবক লীগ নেতার জামিনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এ সময় আন্দোলনকারীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেন।

আজ মঙ্গলবার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতা ও বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ হয়।

জানা যায়, দুপুরে শতাধিক শিক্ষার্থী ও ছাত্র-জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিলে কয়েকজন সাংবাদিককে স্বৈরাচারের দোসর দাবি করে স্লোগান দেয় এবং প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দেয়।

পরে বিক্ষোভকারীরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে ঘণ্টাখানেক সময় ধরে তাঁরা বিক্ষোভ করেন। এরপর বিক্ষোভকারীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে প্রধান ফটক অবরোধ করে রাখেন।

এ সময় আন্দোলনকারীরা বলেন, জুলাই মাসে শহীদ হওয়া ছাত্রদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বিচারের আগে স্বৈরাচারের দোসর জামিন না দেওয়ার দাবি জানান।

এ ছাড়া মৌলভীবাজারে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে প্রেসক্লাব গেটে তালা দেওয়ার ঘটনাও তুলে ধরেন তাঁরা। বিক্ষোভকারীরা স্থানীয় কিছু গণমাধ্যমের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেন এবং ‘দলীয় সাংবাদিকতা’ বন্ধের দাবি জানান। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ ও সেনাবাহিনী প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাকারী জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষার সম্প্রতি জামিনে মুক্তি পান।