
বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অভ্যর্থনা জানিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মীর শ্লোগান দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা গেছে, রাতের দিকে একটি দোতলা লঞ্চ বাউফলের ধুলিয়া পন্টুনে ভিড়ছিল, তখন ভিপি নুর ওই লঞ্চের দোতলার সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ পঞ্চায়েতের নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মী ওই লঞ্চে উঠে ‘নুর ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম’সহ নানা শ্লোগান দিতে থাকেন। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতা তারেক, রিয়াজ পঞ্চায়েতসহ অন্যান্য নেতাকর্মীরা ভিপি নুরের সাথে হ্যান্ডশেক, কোলাকুলি ও কুশল বিনিময় করতে দেখা গেছে।
আজ সোমবার (৭ জুলাই) ৩৪ সেকেন্ডের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম নেয়।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক বলেন, “এই ভিডিওটি ২-৩ মাস আগের। ভিপি নুর লঞ্চযোগে ঢাকা থেকে তার নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। আমিও ওই লঞ্চে ছিলাম। লঞ্চটি ধুলিয়া ঘাটে ভিড়ানোর সময় ভিপি নুরের সাথে আমার দেখা হয়। তখন দুইজনের সাথে কথা হয়। ওই সময় আমাকে বরন করতে ধুলিয়া ইউনিয়ন বিএনপির কিছু নেতাকর্মী লঞ্চ ঘাটে জড়ো হন এবং আমাকে দেখে শ্লোগান দেন। ভিপি নুর নিয়ে কোনো শ্লোগান দেননি।”