Image description

জাতীয় পার্টির মহাসচিব পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

দলের দশম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে দলের শীর্ষ স্থানীয় নেতাদের মতবিরোধের প্রাক্কালে দলের মুজিবুল হক চুন্নুকে সরিয়ে নতুন মহাসচিব ঘোষণা করল দলটি।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।