Image description

একটি প্রিন্ট মিডিয়া নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেই পোস্টটি শেয়ার করেছেন হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহর পোস্টটি হুবাহু তুলে ধরা হলো- ‘হাসিনার স্বৈরাচারী আমলে হাজারের অধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে কালবেলার সম্পাদক ভারতীয় চর খ্যাত সন্তোষ শর্মার সম্পৃক্ততা সম্পর্কে যা জানা গেল..’

hasnath

 

হাসনাত আব্দুল্লাহর পোস্টের কমেন্ট বক্সে মাহমুদুল হক জালীস নামে একজন নিখেছেন, হাসনাত আব্দুল্লাহ এমন সব শক্তিকে চ্যালেঞ্জ করেন, যেগুলোর সাথে আপস করেই এ দেশে দীর্ঘদিন রাজনীতি করা হয়েছে। ক্যান্টনমেন্ট, দুদক, বসুন্ধরা—সবই তাঁর সমালোচনার আওতায় এসেছে। যা ইতোপূর্বে করার কেউ সাহস দেখায়নি। যার কারণেই জনগণ ৫৪বছর ধরে নিষ্পেষণের স্বীকার হয়েছে। প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি! যারা ভাবতেন তরুণ প্রজন্মের হাসনাত সবার মতো কনভেনশনাল পলিটিক্সের করবেন। তাদের ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। কারণ এই প্রজন্মের হাসনাতরা আপস করে না, মাথা নত করে না। ইনসাফের জন্য একা হলেও লড়ে যায়। আল্লাহ ভরসা।

 

সারজিস...  কালবেলা, কালের কন্ঠ কিংবা অন্য যে কোন মিডিয়া হাউজ, সাংবাদিকতার নামে আপনারা এই ভন্ডামি বন্ধ করেন। https://www.facebook.com/share/p/1Bdwp5m6uw/