
রাষ্ট্রপতি কোনো সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি একথা বলেন।
তাহের বলেন, সংবিধানের ৪৯(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইন ও নীতি দ্বারা নিয়ন্ত্রণ করার বিষয়ে একমত হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। পাশাপাশি এই ক্ষমতা প্রয়োগে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত গ্রহণের বিষয়েও ইতিবাচক মত দিয়েছে আমরা।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির আরো বলেন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের প্রস্তাবে সংবিধান ও বিচার বিভাগ সংস্কার দুইটি কমিশনই সংবিধানের ১০০ অনুচ্ছেদের সংস্কার চেয়েছেন। মূলত প্রতিটি বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের প্রস্তাব আছে বিকেন্দ্রীকরণের আলোচনায়। তবে সুপ্রিম কোর্ট থাকবে।
শীর্ষনিউজ