
টুডে ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের বিরুদ্ধে আওয়ামী লীগের স্বার্থ রক্ষার অভিযোগ উঠেছে। এমনকি সেনাবাহিনীর যেসব কর্মকর্তা ফ্যাসিস্ট আমলে গুম, খুনের সঙ্গে জড়িত ছিলেন তাদের রক্ষা করতেও মরিয়া এই জেনারেল। এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালনকারী এক ব্রিগেডিয়ারকে সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। যার মূল কলকাঠি নেড়েছেন সেনাপ্রধান।
সেনানিবাসে অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষনা করা সেনা কর্মকর্তার নাম ব্রিগেডিয়ার জেনারেল (অব) হাসান নাসির। তিনি জুলাই গণঅভ্যুত্থানে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নেতৃত্ব দিয়ে দিয়েছিলেন। সেনাবাহিনীর একটি নথিতে দেখা যায়, বিএ-১৫৫৮ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসিরকে সকল সেনানিবাস ও সেনানিবাসের আওতাভুক্ত এলাকা/সংস্থা ও সামরিক প্রতিষ্ঠানে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এই নথি প্রকাশ করেন আরেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব) মুস্তাফিজুর রহমান।