Image description

২০১২ সালের ১৭ এপ্রিল স্বামী ইলিয়াস আলীকে গুম করার পর থেকে এখন পর্যন্ত কোনো বিচার পাননি বলে হতাশা ব্যক্ত করেছেন তাঁর স্ত্রী। তিনি জানান, "আমি এখনো পর্যন্ত কোনো বিচার পাইনি" ।

সম্প্রতি গুম কমিশন গঠন করা হলেও এর কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ইলিয়াস আলীর স্ত্রী বলেন, "কয়েকমাস হলো গুম কমিশন গঠন করা হয়েছে সেটার কোনো অগ্রগতি নেই। তারা বারে বারে আমাদেরকেই ফোন করে তথ্য জানতে চাচ্ছে। তাহলে তারা কি কাজ করছেন?"

গুমের শিকার পরিবারের সদস্যদের জন্য ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে তিনি বিএনপির প্রতি গভীর আস্থা প্রকাশ করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, "আগামী নির্বাচনে বিএনপি জয় লাভ করবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে" ।

ইলিয়াস আলীর স্ত্রী তারেক রহমানের কাছে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, "আমরা চাই বিএনপি ক্ষমতায় এসে গুম পরিবারের জন্য কিছু করুক এবং তার সুষ্ঠ বিচার হোক" । তার এই বক্তব্য গুমের শিকার পরিবারগুলোর দীর্ঘদিনের বেদনা, বিচারহীনতার হতাশা এবং ভবিষ্যৎ সরকারের কাছে তাদের সুনির্দিষ্ট প্রত্যাশাকে তুলে ধরে।