
চট্টগ্রামের পটিয়ায় পুলিশের লাঠিচার্জে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এনসিপি নেতাকর্মীরা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সহসভাপতিকে গ্রেপ্তারের জন্য পটিয়া থানার সামনে নেতাকর্মীরা অবস্থান নেন। এসময় কয়েকবার বললেও পুলিশ তাকে গ্রেপ্তারে অনীহা প্রকাশ করে।টনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে খবর পেয়ে বিভিন্ন জায়গা থেকে আবারো থানার সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকে।
এসময় আবারো লাঠিচার্জ করে পুলিশ। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের। এ ঘটনার প্রতিবাদে আজ (বুধবার, ২ জুলাই) থানা ঘেরাও ব্লকেড কর্মসূচি দিয়েছে এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।