Image description
 

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ইসলামি দলের একটি অভিযোগের জবাবে বলেছেন, ‘আপনারা প্রমাণ করে দেখান, বিএনপি কোথায় চাঁদাবাজি বা দখলদারি করছে? এটি একটি মিথ্যা অভিযোগ। আমরা বুঝতে পারি, এটি আপনারা বানিয়ে তৈরি করেছেন।'

রোববার (৫ জানুয়ারি) রাজধানী মিরপুরের সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ডে এমডিসি মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজ মাঠে পল্লবী থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।আমিনুল হক আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি বা দখলদারি করবে না। বিএনপির নামে যে চাঁদাবাজি এবং দখলদারি সম্পর্কে কথা বলা হচ্ছে, তা একেবারেই ভিত্তিহীন ও মিথ্যা।'

এছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, তা জনগণ মেনে নেবে না। আমরা বলছি, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশের সংকট কাটানোর জন্য সংস্কার করি।'এ সময় তিনি দাবি করেন, ‘৫ আগস্টের পরও আওয়ামী লীগের সহযোগীরা এখনও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের নির্মূল করতে হবে এবং আইনের আওতায় এনে বিচার করতে হবে।'

আমিনুল হক আরও বলেন, ‘গত ১৭ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে দেড় লাখেরও বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই সময়কালে বহু নেতাকর্মী গুম, খুন বা হত্যার শিকার হয়েছে। জুলাই-আগস্টের আন্দোলনেও বিএনপির অনেক নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।‘

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে জনগণের সব অধিকার পূরণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।'বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মোস্তফা জামান প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হুসাইন খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিভিন্ন থানা নেতারা এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী প্রমুখ।

 

ইত্তেফাক