মারুফ কামাল খান
বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রাক্কালে তাকে নিয়ে আবেগঘন কথা লিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। এসময় খালেদা জিয়াকে বেদনাভরা চিত্তে বিদায় সম্ভাষণ জানান তিনি।
লন্ডনের উদ্দেশে রাজধানীর গুলশান থেকে বেগম খালেদা জিয়ার রওনা হওয়ার পর মারুফ কামাল খান ‘তবু যেতে দিতে হয়’ শিরোনামে একটি লেখা পোস্ট করেন।
সেখানে তিনি বলেন: ‘‘অনেকবারই এ জীবনে বিদেশ সফরে আপনার সফরসঙ্গী হবার দুর্লভ সুযোগ আমি পেয়েছি। আবার কখনো আপনাকে বিদেশ ভ্রমণ শেষে দেশে ফেরার সময়ে স্বাগত জানিয়েছি। আপনাকে বিদেশযাত্রায় কতো বার বিদায়ও তো জানিয়েছি। কিন্তু এবারকার মতো পরিস্থিতি ও অনুভূতি কখনো হয় নি আমার। আমি আজ হৃদয়মথিত আবেগ নিয়ে বেদনাভরা চিত্তে আপনাকে জানাচ্ছি বিদায় সম্ভাষণ।
আপনি জানেন, দু’আ ছাড়া আমার তো আর কিছু করার নেই এখন। আমি পরম প্রভুর দরবারে অবনত মস্তকে কায়মনোবাক্যে প্রার্থনা করি, আপনি যেন সুস্থতা ও সক্ষমতা নিয়ে আবারও ফিরে আসেন আপনার প্রিয় স্বদেশে। যে দেশকে আপনি আপনার একমাত্র ঠিকানা বলে জানেন। প্রতিটি ক্রান্তিকালে আপনি উচ্চারণ করেছেন অমোঘ বাণী: ‘বাংলাদেশের বাইরে আর কোথাও আমার কোনো ঠিকানা নেই।’ সেই ঠিকানায় আপনি যেন ফের ফিরে আসেন আপনার সুপ্রিয় দেশবাসীর মধ্যে। যে দেশবাসীকেই আপনি আপনার বর্ধিত পরিবার বলে ঘোষণা করেছেন।’’
মারুফ কামাল খান আরও লিখেন: ‘‘একজীবনে একজন মানুষ যা করতে পারে, আপনি তার চেয়ে অনেক অনেক বেশি কিছু করেছেন আপনার জনগণের জন্য, দেশের জন্য। আপনার জন্য ইতিহাস-নির্ধারিত কর্তব্য আপনি ইতোমধ্যেই পালন করে ফেলেছেন। এখন পালা আপনার উত্তরাধিকারীর। কিন্তু দেশজাতির জন্য আপনার প্রয়োজন এখনো শেষ হয়ে যায়নি। আপনার জীবন্ত উপস্থিতিই হবে জাতির প্রেরণার উৎস। আপনার আশীর্বাদ ও নির্দেশনাই হবে নতুন নেতৃত্বের পাথেয়। বিশ্বের দেশে দেশে আপনার চেয়েও বয়সে প্রবীণ অনেক নেতাই বেঁচে আছেন প্রানবন্ত লিজেন্ড হয়ে। আপনিও এ জাতির আইকন হিসেবে আরো অনেক দিন বেঁচে থাকুন, প্রেরণা সঞ্চার করুন, নির্দেশনা দিন। তাই অচিরেই ফিরে আসুন হে মহীয়সী। আপনার এ বিদায় হোক কল্যাণময় ও শুভপ্রদ।
আপনাকে যারা অকথিত যন্ত্রণা ও কষ্ট দিয়েছে, যাদের কুটিল হীন যড়যন্ত্র আপনার জীবনীশক্তিকে ক্ষয়িষ্ণু করেছে, শত অপমানে আপনাকে যারা হেয় করতে চেয়েছে, আজ তারা কোথায়? কী অবস্থান তাদের? আর আপনি দেদীপ্যমান সূর্যের মতো স্বমহিমায় উদ্ভাসিত। যে-সব কানুন, পদ্ধতি, পন্থা ও প্রতিষ্ঠানকে তারা আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অপব্যবহার করেছে সেগুলোই আজ আপনাকে মর্যাদার শীর্ষে স্থাপন করেছে। স্বৈরশাসনের নিগড়ে বন্দী স্বদেশে আপনার অনুগামী যে সব নেতা-কর্মী ও দেশবাসী আপনার মর্যাদারক্ষায় সমর্থ হয়নি, তারাও আজ সহস্র গুণে ফিরিয়ে দিচ্ছে আপনার সম্মান। অলৌকিক এ মহিমার জন্য বিশ্বপ্রভু সকাশে অফুরন্ত সকাতর প্রণতি জানাই।
খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার সাবেক এই প্রেস সচিব লিখেন: ‘ক্ষুদ্র একজন মানুষ হিসেবে আপনার কাছে আমার নিজের কৃতজ্ঞতার ঋণও তো অশেষ। আপনাকে যৎকিঞ্চিত সহায়তা করার মাধ্যমে দেশজাতির যেটুকু সেবা করার সুযোগ আমি পেয়েছি, সে তো আপনারই করুণার দান। আমার মতো সামান্য একজন লেখক-সাংবাদিকের পরিচয়কে আপনার নামে সঙ্গে জড়াবার যে অধিকারটুকু আপনি আমাকে দিয়েছিলেন তার জন্য আপনার প্রতি আমার সকৃতজ্ঞ অজস্র অভিবাদন।’