Image description

‘মার্চ ফর ইউনিটির’ নামে কেন সমাবেশ করতে হলো, এ প্রশ্ন তুলেছেন বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ইউনিটির (ঐক্য) নামে এ ধরনের সমাবেশ, বক্তব্য, ষড়যন্ত্রকারী, লুটপাটকারী ও ফ্যাসিবাদীদের জন্য সহায়ক নয় কী?

জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ বুধবার বিকেলে এক আলোচনা সভায় শহীদ উদ্দিন চৌধুরী এ প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করে।

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘মার্চ ফর ইউনিটির সমাবেশে আমরা লক্ষ্য করেছি, তাদের মুখ থেকে কি ধরনের বাক্য এসেছে, কী ধরনের বক্তব্য এসেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ (শারীরিক ভাষা) কি ছিল। আমাদের প্রশ্ন, কি কারণে ইউনিটির নামে মিটিং করতে হয়।’

বিএনপি যুগ্ম মহাসচিব বলেন, ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার অনুষ্ঠিত মার্চ ফর ইউনিটির সমাবেশে বেশ কিছু পোস্টার দেখা যায়। তাতে কোনটিতে ‘ভোট ভোট করে যারা, লুটপাটে ব্যস্ত তারা’, ‘কাদের +মির্জা ভাই ভাই, বাংলাদেশের শান্তি নাই’, ‘চাচার বয়সী ছাত্র যারা, বাংলাদেশ গড়বে কেমনে তারা’, ইত্যাদি উল্লেখ ছিলি। তিনি বলেন, ‘সেই মিটিংয়ে কেন এ ধরনের বক্তব্য, পোস্টার, বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের মধ্যে আসবে?’

শহীদ উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে আমরা ঐক্য চাই। বিগত সরকারের সকল গুম খুন অন্যায় অত্যাচার বিচার চাই। আমরা সবার আগে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের বিচার চাই।’

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।