Image description
 

মাতাল ব্যক্তির অদ্ভুত রকমের কর্মকাণ্ড অনেক সময়েই খবরের শিরোনাম হয়ে উঠে আসে। কিন্তু তাই বলে মাতাল ব্যক্তির বিদ্যুতের খুঁটি বেয়ে উঠে ঝুলন্ত তারের ওপর শুয়ে থাকার ঘটনা মনে হয় এই প্রথম। ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের মান্যায়ম জেলায় ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির।প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গিপুরাম গ্রামে ৩২ বছর বয়সী কে ভেনকান্না গত মঙ্গলবার এই কাণ্ড ঘটিয়েছেন। ইতোমধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ভেনকান্না নতুন বছরের প্রাক্কালে তার মায়ের কাছে অর্থ চান। কিন্তু তার মা তাকে অর্থ দিতে চাননি। এনিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। 

এরপরেই ভেনকান্না বিদ্যুতের খুঁটি বেয়ে ওপরে উঠেন। এসময় অনেকে তাকে খুঁটি থেকে নামিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু কারও কথাই শুনেননি ভেনকান্না। তিনি খুঁটি বেয়ে ওপরে উঠতে থাকেন, খুঁটির একেবারে শীর্ষে ওঠে কিছুক্ষণ বসে থাকেন। এরপরই তিনি বিদ্যুতের তারের ওপর শুয়ে পড়েন।শেষমেশ স্থানীয় বাসিন্দারা ভেনকান্নার জীবন বাঁচাতে দ্রুত লাইনে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেন। এরপর ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভেনকান্না মাতাল ছিল এবং মায়ের কাছে মদ কেনার অর্থ না পেয়েই এমন কাণ্ড ঘটিয়েছেন।এদিকে এই ঘটনা জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ইতোমধ্যে পুলিশ ভেনকান্নার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। 

ইত্তেফাক