Image description
 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে। নিন্দা আর সমালোচনাই বেশি। অনেকে এ বক্তব্য নিয়ে ট্রলও করছে।

 

সালাহউদ্দিন আহমেদের বক্তব্যটি ছিল- ‘ড. ইউনূসের পদত্যাগ বিএনপি চায় না। তবে আবেগের বশবর্তী হয়ে তিনি চলে গেলে জনগণ বিকল্প খুঁজে নেবে।’ শুক্রবার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্যের পর হইচই শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

রাতে এ বক্তব্যের একটি ফটোকার্ড বিএনপির অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ঘণ্টায় ৩৮ হাজার তিনশ জন এতে রিয়্যাক্ট করেন। কমেন্ট করেন ৯ হাজার ৮শ জন। বক্তব্যটি শেয়ার হয় ৮১২ বার। শুধু বিএনপির ফেসবুক পেজে এমন কমেন্ট। অন্যান্য ফেসবুক পেজেও সালাহউদ্দিন আহমেদকে তুলোধুনো করে শতশত মন্তব্য করা হয়।

রিয়েকশনগুলো যাচাইবাছাই করে দেখা গেছে, ২৩ হাজার একশ জন ‘হা হা’ রিয়্যাক্ট করেছেন। আর লাইক দিয়েছেন ১১ হাজার ৫শ জন। লাভ (ভালোবাসা) রিয়্যাক্ট দিয়েছেন দুই হাজার একশ জন আর এক হাজার দুইশ জন দুঃখ প্রকাশ করেছেন।

মন্তব্যকারীদের অধিকাংশই সালাহউদ্দিনের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। কেউ কেউ নিন্দা জানিয়েছেন। সালাহউদ্দিনের ভারতে অবস্থানের বিষয়টি নিয়েও মন্তব্য করেন অনেকে। আবুল কাশেম লিখেছেন, ‘এটা জালিমের বক্তব্য হয়ে গেলো। একজন মজলুমের বক্তব্য এটা নয়।’

বায়েজিদ শিকদার লিখেছেন, চুপ্পুর বিকল্প নাই, বাহ! ড. ইউনূসের বিকল্প ঠিক করে রেখেছে বিএনপি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটা বেফাঁস মন্তব্যে বেরিয়ে গেলো থলের বিড়াল।’

ফরিদ পারভেজ সালাহউদ্দিনের নামের বিকৃতি করে লিখেছেন, ‘ড. ইউনূস পদত্যাগ করলে ‘শালা উদ্দিন’কে দায়িত্ব দেওয়া উচিত। তার অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন।’

জিয়াউল হক লিখেছেন, ‘বনি ইসরাইলের জন্য যেমন নমরুদ ভালো ছিল, তেমনি বিএনপির জন্য আওয়ামী লীগই যোগ্য শাসক।’ মো. শিবলী লিখেছেন, ‘জনগণ এখন ড. ইউনূসের বিকল্প নয়, বিএনপির বিকল্প খুঁজছে।’ শিবলীর এ মন্তব্যটিতে আবার ৮শ ২৩ জন লাভ রিয়্যাক্ট দিয়েছেন।

ইবরাহীম খলীল বিএনপির এ ফেসবুক পেজে লিখেছেন, ‘সালাহউদ্দিন খুব সুন্দরভাবে স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে নষ্ট করে দিচ্ছেন। তিনি অপদস্থ হয়ে ধ্বংস হয়ে যাবেন।’

কয়েস আহমেদের মন্তব্য হচ্ছে, ‘সালাহউদ্দিন কি বিকল্প হিসেবে আবার শেখ হাসিনাকে নিতে চান, যাতে হাসিনা আগের মতোই সবাইকে দৌড়-ঝাপের উপর রাখেন।’

সাইদুল আজম লিখেছেন, ‘বাহ! ‘শালা উদ্দিন’র মুখে বুলি ফুটেছে!’

বিএনপির কর্মী দাবি করে শাহীন নামে একজন সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘১৭ বছর কী করুণ কষ্ট করেছি, সেটা সালাহউদ্দিন ভাই কি বুঝেন না? এটার জন্য তো সিনিয়র নেতারাই দায়ী। আমরা আবারও সেই কষ্টে পড়তে চাই না।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যের কাছে প্রশ্ন রেখে আবিদুর রহমান লিখেছেন, ‘ধান ক্ষেত আর পাট ক্ষেতে ঘুমানোর কথা কীভাবে ভুলবো, সালাহউদ্দিন ভাই?’

নুরুল আফসার লিখেছেন, ‘ভারতে দীর্ঘ সময় থাকার দায় শোধ করছেন সালাহউদ্দিন ভাই। আপনি ভারতের প্রতি বড়ই কৃতজ্ঞ।’

মোহাম্মদউল্লাহ বিন হাফিজ লিখেছেন, ‘শেখ হাসিনার প্রধান শত্রু ছিল তার মুখের ভাষা ও অতিরিক্ত কথা বলা। প্রিয় সালাহউদ্দিন ভাই, আপনি মুখের ভাষা সংযত করুন। অতিরিক্ত কথা বলা থেকে নিজেকে রক্ষা করুন। এতে দেশ, দল এবং আমরা সবাই রক্ষা পাবো।’

আফজার আহমেদ লিখেছেন, ‘এ মুহূর্তে দেশে ড. ইউনূসের বিকল্প খুঁজছেন নারায়নগঞ্জের জাকির হোসেন।’