Image description

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারকে আন্দোলন-সংগ্রামের পর আমরাই বসিয়েছি। এ সরকার আমাদেরই সরকার। জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই এই সরকার চলছে। আমরা সরকারকে সহযোগিতা করছি।’

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ডভিত্তিক নেতা নির্বাচনের ভোট গ্রহণ পরিদর্শন শেষে আয়োজিত সভায় তিনি এ কথাগুলো বলেন।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা বসে নেই। তারা দেশে ও দেশের বাইরে বসে ষড়যন্ত্রে লিপ্ত। যেন বাংলাদেশে সামনের নির্বাচনটা না হতে পারে, গভীর ষড়যন্ত্র চলছে।’ তিনি বলেন, ‘প্রত্যেক উপদেষ্টাকে সতর্ক হতে হবে। আপনারা যদি সতর্ক না হন, দ্রুত হাসিনার বিচারের ব্যবস্থা যদি না হয়, তাহলে দেশের মানুষ খুব কষ্ট পাবে। একদিকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, আরেক দিকে দ্রুত সংস্কার করতে হবে।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘সংস্কার করতে তিন মাস লাগবে, তিন মাসের জায়গা ছয় মাস লাগবে, যাই হোক, এখনো কিছুই দৃশ্যমান হয়নি। সবাই মিলে যদি দেশটাকে ঐক্যের মধ্যে না নিয়ে যেতে পারি, সুযোগ কিন্তু তারা নেবে। ফ্যাসিস্ট কিন্তু থাবা মারার জন্য বসে আছে। পার্শ্ববর্তী দেশ তারাও কিন্তু ব্যাপকভাবে নাক গলাতে চায় এবং চেয়েছে। এ জন্য দেশের প্রতিটি মানুষকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন প্রমুখ।