Image description

জাতীয় ঐক্য সমুন্নত রাখতে সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ শনিবার (২৪ মে) থেকে আগামী ৩০ মে পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ সময় আন্দোলনের ছবি ও ভিডিও শেয়ার করার আহবান করেছে সংগঠনটি।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আজ শনিবার ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্টার শেয়ার করেছেন। এ ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে, ‘THINK BACK TO 36 JULY’।

এতে বলা হয়েছে, ২৪ থেকে ৩০ মে চলবে অনলাইন ক্যাম্পেইন। এ সময়ে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দিনগুলোকে স্মরণ করে স্মৃতিচারণমূলক লেখা, ছবি, ভিডিও ও অনান্য কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় প্রচার করুন।