Image description
 

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় মজলিসের শূরার অধিবেশন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এই অধিবেশন শুরু হবে।

শুক্রবার দুপুরে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শনিবার সকালে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক অধিবেশন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আমিরে জামায়াত উদ্বোধনী বক্তব্য রাখবেন সকাল সাড়ে ৯ টায়।