
দেশের রাজনৈতিক অঙ্গণে বৃহস্পতিবার (২২ মে) সারাদিনজুড়ে ছিল চাপা উত্তেজনা। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। সারাদিন ব্যাপী ফেসবুকে সরব ছিলেন রাজনৈতিক বিভিন্ন ব্যাক্তিবর্গ। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এ বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ প্রত্যেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের মত তুলে ধরেন।
এরই মাঝে বৃহস্পতিবার (২২ মে) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে করা ওই পোস্টে তিনি পবিত্র কোরআনের সূরা আস-সফের ১৩ নম্বর আয়াতের একটি অংশ তুলে ধরেন। তিনি লিখেন,‘নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব’— যার অর্থ,‘আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী।’
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের খবর পেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।