Image description

বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট লেখক, রাজনীতিবীদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম। পাশাপাশি নিজেদের মধ্যে আলোচনা করার আহ্বানও জানিয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার (২২ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

 

তিনি লেখেন, বাংলাদেশের সকল পলিটিকাল এক্টর বিশেষ করে বিএনপি ও এনসিপির নেতাদের প্রতি অনুরোধ করবো - দয়া করে একে ওকে পদত্যাগ করার চাপ দেওয়া থেকে বিরত হোন।

 

তিনি আরও লেখেন, আমরা একটা বিশেষ সময় অতিবাহিত করছি। বলাই বাহুল্য আমাদের সব ইনস্টিটিউশন ভেঙে পড়েছে। কারো পারফর্মেন্সই খুব ভালো না। আগামী ৫/১০ বছর আমাদেরকে আওয়ামী লীগের কাফ্ফারা দিতে হবে।

ফাহাম লেখেন, আল্লাহর ওয়াস্তে আপনারা ধৈর্য ধারণ করুন এবং ইনস্টিটিউশনের ওপর ভরসা করুন। ইউনুস সাহেব একজন সম্ভ্রান্ত মানুষ। তার সকল কর্মকাণ্ড আমাদের সবার ভালো লাগবে না। কিন্তু তার ওপর আস্থা রাখুন। তাকে কোণঠাসা করে আমাদের খুব লাভ হবে না।

এই রাজনীতিবিদ লেখেন, দেখেন আমাদের একটা নতুন জাতি। আমাদের সিনিয়রদের ম্যাচুরিটির প্রমাণ দিতে হবে। অপছন্দনীয় জিনিস নিয়ে আমাদের চলা শিখতে হবে। সবচেয়ে বড় কথা - আমাদের সিভিলাইজড ওয়েতে সমস্যা সমাধান করা শিখতে হবে।

তিনি লেখেন, সবাই পদত্যাগ করলে সমস্যা কমবে না বরং বাড়বে। এই সরকারকে কোনোভাবেই ফেইল করতে দেয়া যাবে না। আপনারা দয়া করে কথা বলুন নিজেদের মধ্যে।

ফাহাম আব্দুস সালাম, দেখেন নির্বাচন বাংলাদেশে হবে, মানুষ ভোট দেবে এবং কেউ না কেউ নির্বাচিত হবে। এর চেয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের তরুণরা যেন সিস্টেমের ওপর ভরসা হারিয়ে না ফেলে।

পোস্টে তিনি সবাই শান্ত থাকার আহ্বান জানিয়ে লেখেন, একটু ঠান্ডা হই। ভুলে যাবেন না যে আমাদের নিজেদের একটা পার্সোনাল জার্নিও শুরু হয়েছে ৫ই অগাস্টের পর। এটাই বড় জার্নি।