
ঢাকার রাজনীতি নিয়ে মানুষের স্বাধীন মনোভাব আছে এবং তারা নিজেদের পছন্দের নেতৃত্ব বা নেতা সম্পূর্ণ নিজেরাই বেছে নেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী প্রকৌশলী ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (২২ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্ট তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘ঢাকার রাজনীতির বিষয়ে নতুন উপলব্ধি। এই শহরের রাজনীতির সাথে জড়িত আছে জনগণের আবেগ, স্বনির্ভরতা ও সম্পূর্ণ স্বাধীনচেতা মনোভাব। তারা নিজেদের পছন্দের নেতৃত্ব বা নেতা সম্পূর্ণ নিজেরাই বেছে নেয়।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন ইশরাক হোসেনের অনুসারীরা। ডিএসসিসির নগর ভবনের সামনে এতদিন আন্দোলন চললেও, গতকাল বুধবার (২১ মে) দুপুর থেকে রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে এত দিন অনুসারীদের আন্দোলনে একাত্মতা থাকলেও, গতকাল প্রথম সশরীরে এই বিক্ষোভ সমাবেশে যোগ দিলেন ইশরাক হোসেন।
সমাবেশে তিনি বলেছেন, ‘মেয়র হওয়াই মূল লক্ষ্য নয়, পদ পেতে এ আন্দোলন না। এটা কোনো একজনের পদের আন্দোলন নয়, জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন। আমরা নির্বাচনের রোডম্যাপ চাই। দাবি না মানা পর্যন্ত আন্দোলন ছেড়ে কেউ যাব না।’