Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে জাতীয় সংকট মোকাবেলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সেখানে তিনি লিখেন,“জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।”

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ডা. শফিকুর রহমানের এই বার্তা এসেছে সংযম, সংহতি ও গঠনমূলক আচরণের ওপর গুরুত্ব দিয়ে। 

সংকটের সময়ে নেতিবাচক রাজনীতি পরিহার করে, সমঝোতা ও ইতিবাচক আলোচনার পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে।