Image description

জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্রসংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।

বুধবার (২১ মে) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় শাখার আহ্বায়ক আবু বাকের মজুমদার।

এ দাবি ছাড়াও আরও দুটি দাবি জানান বাকের। এগুলো হলো ঈদুল আজহার আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ মনোনীত এবং নির্দেশিত শিক্ষাপ্রতিষ্ঠানের উপাচার্য, প্রক্টর এবং প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।

এসব দাবি না মানলে আন্দোলন গড়ে তোলার কথা জানান তিনি। আজ বুধবার বিকেলে কালবেলাকে বাকের বলেন, আমরা এসব দাবি জানালাম। দাবি না মানলে আমরা এরপর কর্মসূচি ঘোষণা করবো। কি ধরনের কর্মসূচি দেয়া হবে, এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এখনো ঠিক করা হয়নি। আলোচনা চলছে।

বাকের বলেন, আমরা জেনেছি, জাতীয় নির্বাচনের আগে ছাত্রসংসদ নির্বাচন না দেওয়ার পাঁয়তারা চলছে। এজন্য আমরা চাই, জাতীয় নির্বাচনের আগে ছাত্রসংসদ নির্বাচন দিতে হবে। অনেক প্রতিষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে ভিসি-প্রক্টর শুধু বসিয়েই ক্ষান্ত হননি, তিনি তাদেরকে নির্দেশনাও দিচ্ছেন। যদি আমাদের দাবি মানা না হয় আমরা অচিরেই সেসব ভিসি-প্রক্টরের তালিকা উন্মোচন করবো।