
সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন বিএনপির দুই পক্ষের হাতাহাতিতে উপজেলার গোনতা আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হয়ে গেছে। রোববার (১৮ মে) সকালে উপজেলার তালম ইউনিয়নের গোনতা আলীম মাদ্রসা চত্বরে এ ঘটনাটি ঘটে। পরে তাড়াশ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
গোনতা আলীম মাদ্রসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন। তালম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আইয়ুব আলী জানান, মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান উপজেলা বিএনপি‘র সাবেক সহ- সভাপতি আব্দুর রহিমকে এডহক কমিটির সভাপতি, তার আপন ভাই সোলায়মান হোসেনকে শিক্ষক প্রতিনিধিসহ তাদের নিকটতম কয়েক আত্মীয় নিয়ে কমিটি করেন।
কিন্তু তালম ইউনিয়ন বিএনপি‘র কোন ত্যাগী নেতা বা গোনতা এলাকার বিএনপি করা গন্যমান্য কোন ব্যাক্তিকে ওই কমিটিতে রাখা হয়নি। অথচ মাদ্রসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান এবং এডহক কমিটির সভাপতি আব্দুর রহিম রোববার এডহক কমিটির পরিচিতি সভার আয়োজন করেন। এ সংবাদ পেয়ে ক্ষিপ্ত হয়ে তালম ইউনিয়ন বিএনপি‘র প্রায় শতাধীক নেতা কর্মী মাদ্রাসা চত্বরে উপস্থিত হন। পাশাপাশি এডহক কমিটির সভাপতি আব্দুর রহিম অনুসারী ও কমিটিতে স্থান না পাওয়াদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং দুই পক্ষকে ওই স্থান ত্যাগ করতে বলেন। এতে নির্ধারীত গোনতা আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হয়ে যায়।
এ প্রসঙ্গে তালম ইউনিয়ন বিএনপি‘র সাবেক সভাপতি সোরহাব হোসেন জানান, মাদ্রসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বিএনপি‘র কোন ত্যাগী নেতা বা গোনতা এলাকার বিএনপি করা গন্যমান্য কোন ব্যাক্তিকে এডহক কমিটিতে না রাখায় এমন ঘটনা ঘটেছে।
আর গোনতা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বলেন, নিয়ম মেনেই এডহক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি উপজেলা বিএনপি‘র সাবেক সহ- সভাপতি এবং মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আব্দুর রহিম বলেন, স্থানীয় বিএনপি‘র একটি পক্ষ কমিটি নিয়ে বিতন্ডায় জড়ালে পুলিশ এসে পরিচিতি সভাটি আপাতত বন্ধ করার কথা বলেন। তখন পরিচিতি সভাটি বন্ধ করা হয়।
এ বিষয়ে তাড়াশ ইউএনও মো. নুরুল ইসলাম বলেন, মাদ্রাসার এডহক কমিটি গঠনে মাদ্রসা অধ্যক্ষ আমার কাছ থেকে অভিভাবক সদস্য করার মনোনয়ন নিয়েছেন। এরপর কি হয়েছে তা আমার জানা নাই।