
স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রী আফরোজা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রবিবার (১৮ মে) সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছাড়েন বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘বেশ কয়েক দিন যাবৎ নানা জটিলতায় হেলথ চেকআপের জন্য তারা সিঙ্গাপুর গেছেন। মাউন্ট এলিজাবেথ হসপিটালে ডায়ারেটিস, অর্থোপেডিক ও নিউরো মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখাবেন।
সর্বশেষ গত ৯ ডিসেম্বর সস্ত্রীক মির্জা আব্বাস সিঙ্গাপুর যান।
ডা. রফিক জানান, আগামী ২৫ মে মির্জা আব্বাস দেশে ফিরবেন।
উল্লেখ্য, বর্তমানে চোখের চিকিৎসায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ডের ব্যাঙ্ককের রুটনিন আই হসপিটালে চিকিৎসাধীন আছেন। তার বাঁ চোখে সফল অস্ত্রোপচার হয়েছে। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদও চিকিৎসার জন্য কয়েক দিন আগে থাইল্যান্ড গেছেন।