Image description

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলার আসামি নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

রোববার দুপুরে ঢাকা ছেড়ে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তার নামে ভাটারা থানায় মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করা হবে কী-না এজন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তারা গ্রিন সিগ্যনালের অপেক্ষায় ছিলেন। অবশেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এসএন মো. নজরুল ইসলাম জানান, ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আগামীকাল সোমবার সকালে আদালতে হাজির করা হবে।

‘মুজিব, একটি জাতির রূপকার’ সিনেমায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। ওই সিনেমায় ফারিয়া ছাড়াও আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদসহ আরও অনেকে অভিনয় করছেন।

শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার প্রতিক্রিয়ায় ফারিয়া ওই সময় গণমাধ্যমকে বলেছিলেন, কাজের প্রস্তাব পাওয়ার পর প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি। নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।