
জুলাই বিপ্লবের পর গঠিত অন্তবর্তীকালীন সরকার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নবীন দলের আয়োজনে দ্রুত আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে বিবেকের কাছে একটি প্রশ্ন? বর্তমান সরকাত কেন নয় মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যে দাবির জন্য আমরা আমরা হাসিনা বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি। সবার লড়াইয়ে যে জুলাই বিপ্লবের সফলতা ম্লান হয়ে যাচ্ছে। বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করত্ব হবে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার কাছে ধন দৌলত চাইনা, ঠিকাদারি চাই না, লুটের টাকার ভাগ চাইনা। আপনার কাছে আমরা সুষ্ঠু নির্বাচন চেয়েছি। আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি একটি সুনির্দিষ্ট দিন বলে দিন কবে নির্বাচন হবে।
হুমায়ন আহম্মেদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, দলটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ নবীন দলের নেতারা।