
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করছে ঢাবি শিক্ষার্থী ও তার সহপাঠীরা। রোববার (১৮ মে) সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের দাবি, তিনজনকে গ্রেফতার করা হলেও মূল অপরাধীদের ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে, গত শুক্রবার শাহবাগ থানা ঘেরাও করে অপরাধীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল শিক্ষার্থীরা। আজ দুপুরে সেই সময়সীমা শেষ হচ্ছে।
এদিকে মূল অভিযুক্তকে গ্রেফতার না করার বিষয়ে আর্থিক লেনদেন এবং রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন সাম্যের সহপাঠীরা। গতকাল শনিবারই গ্রেফতারকৃত তিনজনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ বলছে, সাম্যের কিলিং মিশনে অংশ নেয়া সবাইকে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ মে) রাতে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও এফ রহমান হলে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তারপর থেকে উত্তপ্ত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকা। এরপর ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ ও মশাল মিছিল করে।