Image description

বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের বাসায় গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন।

বিএনপি নেত্রী বলেন, গত বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে আমি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী দেখতে যাই। তখন আমার বাসার পাশের লোকজন আমাকে ফোন করে জানায় ১০/১২ জন দুর্বৃত্তরা আমার বাসায় হামলা চালিয়েছে। 

তবে হেলমেট ও মাক্স পরা থাকায় হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বিষয়টি আমি তাৎক্ষণিক থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ এসে পরিদর্শন করেছে। 

 

এছাড়াও তার (নাসরিন) বাসায় হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির নেতৃবৃন্দরা। 

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগের তদন্ত করে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।