Image description

ইসরায়েলের বিমান হামলায়বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই শতাধিক বাসিন্দা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 

এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় ১১৫ জন ফিলিস্তিনি নিহত এবং আরও অন্তত ২১৬ জন আহত হয়েছেন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৩ হাজার ১১৯ জনে। এসব হামলায় আহত হয়েছেন এক লাখ ২০ হাজার ২১৪ জন। হতাহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

এদিকে শনিবার সকালে দুটি পৃথক হামলায় ইসরায়েলি সেনাবাহিনী অন্তত আটজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। একটি হামলায় ড্রোন হামলায় পাঁচজন নিহত হন। এর আগে খান ইউনিসের পূর্ব অংশে হামলায় দুই শিশু ও তাদের দাদা নিহত হন। তারা সবাই ওই অঞ্চল ছেড়ে পালাচ্ছিলেন।

ইসরায়েল দাবি করেছে এটি হামাসের অবকাঠামো, তবে এই লক্ষ্যবস্তুগুলি ভালোভাবে দেখলে সহজেই বোঝা যাচ্ছে, এগুলো আবাসিক বাড়ি, অস্থায়ী আশ্রয়স্থল এবং তাঁবু। যা জনসাধারণের সুবিধার জন্য লাখ লাখ ফিলিস্তিনিদের আশ্রয়স্থলে পরিণত করা হয়েছে।

সূত্র : আল জাজিরা