Image description

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল হওয়ার প্রতিবাদে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন সাধারণ ছাত্রজনতা।  

বুধবার (১৪ মে) রাত ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ একটি মশাল মিছিল বের করে। কিছুদূর এগিয়েই মিছিলটি শেষ করে চলে যায় তারা। এতে নেতৃত্ব দেন শহর ছাত্রলীগের সহ সভাপতি বায়েজিদ বোস্তামী। 

প্রতিবাদে রাত ১২ টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে সাধারণ ছাত্রজনতা। সেইসাথে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে অতিদ্রুত গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় ‘আওয়ামী লীগের জায়গা এই বাংলায় হবে না’ বলে শ্লোগানও দেয়া হয়।

প্রতিবাদ ও বিক্ষোভে উপস্থিত ছিলেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আলামিন, সিনিয়র আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ফারদিন ও ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক নবাব আলীসহ আরও অনেকে।