Image description

টাঙ্গাইলের মির্জাপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে আটকের পর গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক চাঁন মিয়া উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশুটি অন্য শিশুদের সঙ্গে পাশের বাড়িতে খেলতে যায়।
 
তখন অভিযুক্ত চাঁন মিয়া শিশুটিকে ফুঁসলিয়ে একটি ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এমন সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে মাঝালিয়া বাজারে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে অভিযুক্তকে উদ্ধার করে মির্জাপুর থানার নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।