
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর নির্মম হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (১৪ মে) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সদ্দাম বলেন, ‘ক্যাম্পাস এলাকায় বহিরাগতদের হাতে শিক্ষার্থী খুন হওয়া দেশের সার্বিক নিরাপত্তার জন্য অশনিসংকেত। শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকা নিরাপদ রাখা অপরিহার্য। দুর্ভাগ্যজনকভাবে, দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের একক প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কষ্টসাধ্য। এ জন্য প্রয়োজন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জনসাধারণের সমন্বিত উদ্যোগ।
নেতৃবৃন্দ আরো বলেন, ‘দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনে কী পরিণতি ভোগ করতে হতে পারে, সাম্য হত্যাকাণ্ড তার উদাহরণ। এই হত্যাকাণ্ড ও ক্যাম্পাসসংলগ্ন এলাকায় অপরাধীদের অভয়ারণ্য গড়ে ওঠার দায় সরকার ও প্রশাসন এড়াতে পারে না।
বিবৃতিতে নিহত সাম্যর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘আমরা মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি, আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।’