
ভোলার মনপুরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আপ্পান হাওলাদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১২ মে) ছাত্রদলের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শরীফের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিত এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মনপুরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আপ্পান হাওলাদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনওরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে এ ছাত্রদল নেতার বিরুদ্ধে একাধিক গণমাধ্যমে ‘মনপুরায় বিআরডিবি কর্মকর্তার মোটরসাইকেল চুরি করলো বিএনপির সাবেক সেক্রেটারীর ছেলে’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় তজুমদ্দিন থানা পুলিশের এসআই ও ছাত্রদল নেতা আপ্পানের বাবার মধ্যে রফার একটি কল রেকর্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই এ পদক্ষেপ নেওয়া হলো।