
পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের তিন নেতা কর্মীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, সোমবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের তিন নেতা কর্মীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের ৯ নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি বাঘইল কান্দিপাড়া এলাকার মৃত আলহাজ¦ চাঁদ আলী মন্ডলের ছেলে মো. রওশন আক্তার (৬৪), ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চর রূপপুর জিগাতলা এলাকার মৃত হাবিবুল্লাহ ইসলামের ছেলে মিলন আহমেদ সানি (৪১)। সানি পাকশী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, এবং উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের কার্যকরী সদস্য আথাইল শিমুল গ্রামের মৃত আব্দুল বারী প্রধানের ছেলে সাজ্জাদুর রহমান সাজ্জাদ (৪০) ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে গত জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ রয়েছে। যার মামলা নং ১২, তারিখ: ১৯-০৮-২০২৪। আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।