
বিএনপির সিনিয়র নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, "আমরা তো এই কথা বলি নাই যে আমরা এককভাবে দেশ চালাবো।" তিনি বলেন, বিএনপির মধ্যে কোনও ফ্যাসিবাদ, কোনও একদলীয় শাসনব্যবস্থা, এক ব্যক্তির শাসন, স্বৈরাচারী শাসন কিংবা কর্তৃত্ববাদী শাসন ছিল না। অতীতেও সবাইকে নিয়ে বিএনপি দেশ পরিচালনা করেছে।
সোমবার (১২ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাজিবপুর ইসলামিয়া দাখিল মাদরাসায় ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, "যে সংস্কারগুলা খুব জরুরি এবং একই সাথে নির্বাচনটা করেন, জনগণের সরকারটা প্রতিষ্ঠিত করেন। নির্বাচন চাওয়াটা তো কোনও অপরাধ নয়। যে নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছি।"
তিনি বলেন, "আমরা আশা করতে পারি দায়িত্বশীল দল হিসাবে, জনগণের দল হিসাবে, অভিজ্ঞতা সম্পন্ন দল হিসেবে, গণমানুষের দল হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে দিতে পারে ইনশাল্লাহ। অতীতেও আমরা দিয়েছি।"
আবারও এ্যানি জোর দিয়ে বলেন, "আমরা তো এই কথা বলি নাই যে আমরা এককভাবে দেশ চালাবো। আমরা তো বলি নাই এক ব্যক্তির শাসন থাকবে। আমরা তো বলি নাই একদলের শাসন থাকবে। বিএনপির মধ্যে কোন ফ্যাসিবাদ ছিল না। বিএনপির মধ্যে কোন একদলীয় শাসনব্যবস্থা ছিল না। এক ব্যক্তির শাসন ছিল না। স্বৈরাচারী শাসন ছিল না। কর্তৃত্ববাদী শাসন ছিল না।"
তিনি স্মরণ করিয়ে দেন, "বিএনপি সেই দল, সবাইকে নিয়ে বিএনপি দেশ চালিয়েছে অতীতেও জিয়া রহমানের নেতৃত্বে। যার কারণে প্রেসিডেন্ট জিয়া জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন। যার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষের নেতৃত্বে ছিলেন।"
তিনি বলেন, "আগামী দিনেও আমরা মনে করি, তারেক রহমান যে প্রস্তাবনা দিয়েছেন ৩১ দফা।সে ৩১ দফার মধ্যে জনগণের কথা আছে, দেশের কথা আছে, সকল দলের কথা আছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা আছে, দেশ গড়ার কথা আছে।"
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "তাই আসুন, এখনো সময় আছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। দেশটাকে গড়ি। মানুষ এখন আর বারবার মিছিল করবে, মিটিং করবে এটা মানুষ পছন্দ করে না। মানুষ আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। মানুষ এখন দেশ গড়তে চায়। মানুষ এখন দেশের কথা চিন্তা করে। আর আমরা, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী বলেই নিজের দলের ভিতরে আজকে কাউন্সিলের ব্যবস্থা করেছে।
সূত্র:https://tinyurl.com/ywk4dshu