Image description

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার ঘটনা আড়াল করতেই শাহবাগের নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১২ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আয়োজিত সভায় এমন অভিযোগ তুলেন তিনি।

 

মির্জা আব্বাস বলেন, আবদুল হামিদসহ আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার ঘটনা আড়াল করতেই শাহবাগের নাটক সাজানো হয়েছে। সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের এই নাটক সাজানো হয়েছে।

প্রশাসনে বিএনপি সমর্থিতদের না রাখার ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না, তারাই দেশ পরিচালনা করছে। মনে হচ্ছে ঔপনিবেশিক শাসনে আছি। আমরা কেন সাজেক-সেন্টমার্টিন যেতে পারবো না? এনসিপি নেতারা কেন এ নিয়ে কথা বলছে না? কারও কাছে দেশ বিক্রি করার জন্য স্বাধীন করিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, মানবিক করিডর বলে কিছু নেই। জনগণের মতামত ছাড়া এ করিডর দেয়ার অধিকার সরকারের নেই। আমরা দেশকে গাজা বানাতে চাই না। অনেক সন্দেহভাজন বিদেশি আসছে। এই সরকার নিরপেক্ষ না, তারা কারও উদ্দেশ্য বাস্তবায়ন করছে। এই সরকার দেশপ্রেমিক না বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস।