Image description

সরকার যদি আগে সিদ্ধান্ত নিত তবে গতকালের মতো এমন অনভিপ্রেত অবস্থার সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (১১ মে) বিকেলে জাতীয়তাবাদী পাটশ্রমিক দলের উদ্যোগে সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভা ও দোয়া মাহফিল তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য ও সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও করবে।

তবে সরকারের কাজে অনেক ঘাটতি আছে অভিযোগ করে বলেন, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা উচিত। দেশের মানুষ ও তরুণ প্রজন্ম নির্বাচন দেখতে চায় বলে উল্লেখ করেন তিনি। এ সময় দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেয়ার আহ্বানও জানান বিএনপির এ নেতা।