Image description

চট্টগ্রামের সীতাকুণ্ড বঙ্গোপসাগর উপকূল থেকে ৪৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন সংলগ্ন সমুদ্র সৈকত থেকে তাদের উদ্ধার করা হয়। ওই দিন রাতে তাদের নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সকালে বোট থেকে বিপুল পরিমাণ নারী-পুরুষ ও শিশুদেরকে বোট থেকে নামতে দেখে স্থানীয়রা এগিয়ে যায়। পরে তারা রোহিঙ্গা সন্দেহে তাদের আটকে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সীতাকুণ্ড থানায় নিয়ে যায়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর ঢাকা পোস্টকে বলেন, মোট ৪৫ রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে আসছিল। তাদের উদ্ধার করে পুনরায় ভাসানচর পাঠিয়ে দেওয়া হয়েছে।