Image description

অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন। 

শিক্ষার্থীরা বলেন, ‘সম্প্রতি শাহবাগে জাতীয় সংগীত পরিবেশনের সময় একটি পক্ষ ভুয়া ভুয়া বলে অবমাননা করে। এর প্রতিবাদে আমরা আজ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনা করেছি।

আরো বলেন, ‘বাংলাদেশি হিসেবে আমরা জাতীয় পতকা এবং জাতীয় সংগীতের অবমাননা কোনোভাবে মেনে নিতে পারি না।’ বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে বাংলাদেশপন্থী হয়েই করতে হবে বলে মন্তব্য করেন তারা।

এর আগে সন্ধ্যা ৭টায় রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘একাত্তরের শহীদরা, লও লও সালাম’, চব্বিশের শহীদরা, লও লও সালাম’, ‘একাত্তরের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দেন।