Image description

২৪-এর বিপ্লবকে যখন দলীয় ফ্রেমে চিন্তা করি, তখন এর শক্তিশালী চেতনা ম্লান হয়ে যায় বলে মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানের সংগঠক ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে সিবগাতুল্লাহ বলেন, ২৪-এর বিপ্লব এসেছে বাংলাদেশের কোটি মানুষের অশ্রু, শ্রম, রক্ত, অঙ্গহানি এবং জীবনের বিনিময়ে। যখন জুলাইকে দলীয় ফ্রেমে চিন্তা করি, তখন এর শক্তিশালী চেতনা ম্লান হয়ে যায়। এই বিপ্লব বাংলাদেশের ১৮ কোটি মানুষের। জুলাই তো ঐক্য এবং জুলুমহীন এক নতুন বাংলাদেশের প্রতীক। 

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক এ সভাপতি বলেন, ১৬ বছরে ঘটে যাওয়া প্রতিটি গুম, খুন, জুলুম, অত্যাচার, অবিচার আর বঞ্চনার বিচার চাই। জুলাইয়ের স্পিরিট ধারণকারীদের প্রধান দায়িত্ব হলো—সংকীর্ণ গণ্ডি পেরিয়ে এই আন্দোলনের সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া।