
কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলন তৎকালীন আওয়ামী সরকারের দমন-নিপীড়নের কারণে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হয়। পরে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের ফলে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। দলটির সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন। এখন সেখানেই তিনি অবস্থান করছেন।
জুলাই আন্দোলনের সময়ে এক মা আন্দোলনকারীদের পানি খাওয়াতে রাস্তায় নেমে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি ছাত্রীদের বলেন, ‘আমাদের দেশটা স্বাধীন হোক ভালোভাবে।’ সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ওই মায়ের নাম পরিচয় জানা যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জুলাই আন্দোলনকারীদের ডেকে ডেকে পানি খাওয়াচ্ছেন এক মা। আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থীর হাতে চুমু খাচ্ছেন তিনি। এ সময় এক আন্দোলনকারী ওই মায়ের কাছে দোয়া চাইলে, ওই মা বলেন, ‘আমি যে কী খুশি হচ্ছি, তা বলতে পারছি না। বয়সের কারণে অংশ নিতে পারছি না।’
ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীকে উদ্দেশ্যে ওই মা বলেন, ‘বয়সের কারণে আমি কিছু করতে পারছি না, তাই পানি দিচ্ছি, আমি চাচ্ছি দেশটা স্বাধীন হোক। দোয়া করি আল্লাহ তোমাদের ভালো করুক।’
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও শেয়ার করছেন অনেকে, লিখছেন নানা উৎসামূলক ক্যাপশন, নেটিজনরা করছেন নানা মন্তব্যও। এস এম করিম উদ্দিন নামে একজন ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার জুলাই। আমার ছত্রিশ। কিভাবে ভুলব? কি জবাব দেব আমাদের মা-দের?।’ ওই পোস্টের কমেন্ট বক্সে ওই মায়ের প্রশংসা করছেন শুভাকাঙ্ক্ষী।